নিউজ ডেস্ক - খড়দহের পর এবার কোলাঘাটেও ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা সামনে এল। ট্রেনে উঠতে গিয়ে ভিড়ের চাপে মায়ের হাত ছেড়ে পড়ে গেল মেয়ে। দুর্ঘটনায় দুই পা কাটা গেল কিশোরীর। মঙ্গলবার সকালের ঘটনা। এদিন সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে কোলাঘাটের কাছে হাউর স্টেশনে। হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেনে উঠতে গিয়ে এই বিপত্তি ঘটে। রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে প্রথমে কোলাঘাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে।
প্রত্য়ক্ষদর্শীরা জানাচ্ছেন যে, ট্রেনটিতে প্রবল ভিড় ছিল। তার মধ্যে ওঠার চেষ্টা করছিলেন মা ও মেয়ে। চাপ সামাল দিতে না পেরে ট্রেনের তলায় পড়ে যায় মেয়ে। পায়ের পাশাপাশি মাথাতেও গুরুতর চোট পেয়েছে সে। তাকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে।
প্রসঙ্গ অনুযায়ী , কয়েকদিন আগেই একই ভাবেই টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে ভিড় ট্রেন থেকে পড়েই মৃত্যু হয় এক যুবকের। শিয়ালদহে লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে গত সপ্তাহে প্রবল ভিড় ছিল শিয়ালদহ ডিভিশনের ট্রেনগুলিতে। সেই সময় ভিড়ের প্রবল চাপে ট্রেন থেকে পড়ে যান ২২ বছরের মহম্মদ আলি হাসান আনসারি নামে এক যুবক।