নিউজ ডেস্ক - ছেলে মারা যাওয়ার দু- বছর পর পৃথিবী মায়া ত্যাগ করলেন মাও। তাঁকে রত্নগর্ভা বলা হত। সত্যিই রত্নের জন্ম দিয়েছিলেন সেলেস্তে অ্যারান্তেস (Cleste Arantes)। ছেলের নাম হল এডসন অ্যারান্তেস ডু নাসিমেন্টো। বিশ্ব ফুটবল যাঁকে চেনে পেলে নামে। ৮২ বছর বয়সে মারা গিয়েছেন পেলে (Pele)। মা অ্যারান্তেস মারা গেলেন ১০১ বছর বয়সে। শুক্রবার গভীর রাতে প্রয়াত হয়েছেন তিনি। গত আটদিন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে আর বাড়ি ফেরা হল না পেলের মায়ের। ডোনা সেলেস্তে ব্রাজিলের অত্যন্ত পরিচিত নাম। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ব্রাজিল ফুটবলে। পেলে তাঁর মাকে ডাকতেন সেলেস্তিনহা বলে।
গত পাঁচ বছর কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি। প্রিয় ছেলে যে মারা গিয়েছেন, তাই জানতেন না মা। পেলে ফাউন্ডেশনের তরফে বলা হয়েছে, "ছেলে মাকে সেলেস্তিনহা বলে ডাকতেন। সেই তিনিও পৃথিবী ছেড়ে চলে গেলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। ডোনা সেলেস্তাকে রানিমা বলা যেতে পারে। ফুটবল বিশ্বের হৃদয়ে থেকে যাবেন তিনি।"
ব্রাজিলের নামী ক্লাব স্যান্টোসের হয়ে কেরিয়ারের বেশি সময়টা খেলেছেন পেলে। সেই ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, "১০১ বছর বেঁচে থাকাটা একটা প্রেরণা দেওয়ার মতো গল্প। এক কৃষ্ণাঙ্গ মহিলা সারা জীবন মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন।"