নিউজ ডেস্ক: নিয়ম না মেনে স্কুল চত্বরের ভিতর ফোন ব্যবহার করেছিল এক ছাত্র। স্কুলের তরফে শাস্তি দেওয়া হলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোর। অরুনাচল প্রদেশের আনজাও জেলার আমলিয়াং এলাকার একটি স্কুলের কাছের ঘটনা। মৃত ছাত্রের নাম চিরাং ক্রি।
পুলিশ সূত্রে জানা গেছে, অরুণাচল প্রদেশের একটি স্কুলে দশম শ্রেণীর ছাত্র ছিল বছর পনেরোর চিরাং ক্রি । স্কুলের হোস্টেলেই থাকতো সে। স্কুলে ফোন ব্যবহারের নিয়ম নেই জানা সত্ত্বেও নিজের কাছে ফোন রাখত ওই কিশোর। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে স্কুল কর্তৃপক্ষের তরফে তাকে শাস্তি স্বরূপ তাকে বহিস্কারের নির্দেশ দেওয়া হয়।
স্কুলের দেওয়া শাস্তি মেনে নিতে পারেনি কিশোর। স্কুলে পড়াশোনা করতে চায় বলে কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করে ওই ছাত্র। রবিবার চিরাং ও তার বাবার সঙ্গে কথা বলে বহিষ্কারের নির্দেশ ফিরিয়ে নিয়ে স্কুলে থাকার অনুমতি দেয় স্কুল কর্তৃপক্ষ।
কিন্তু রবিবার বিকেল থেকেই নিখোঁজ হয় চিরাং। পরে ওই ছাত্রের খোঁজ পেতে সোমবার সকালে পুলিশকে খবর দেওয়া হলে স্কুলের কাছে লোহিত নদীর ধারে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রের দেহ।
পকেট থেকে এই সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ যেখানে সে ফোন ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।