নিউজ ডেস্ক - টি-২০ বিশ্বকাপে এখনও আর ২টো সেমিফাইনালিস্ট পাওয়া বাকি। এরই মধ্যে ক্রিকেট মহলে ভারতীয় টিমের বিশ্বকাপ পরবর্তী জিম্বাবোয়ে সফর নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জন যাচ্ছে , শুভমন গিল জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন।কিন্তু কোচ কে ? বিশ্বকাপের পর যে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতের হেড কোচ হচ্ছেন, তা এক প্রকার নিশ্চিত। কিন্তু তিনি নন, জিম্বাবোয়ে সফরে ভারতের অন্য এক প্রাক্তন ক্রিকেটারকে দেখা যাবে বলে জানা যাচ্ছে ।
রিপোর্ট বলছে যে, গৌতম গম্ভীরের কোচের ভূমিকায় আসতে দেরি রয়েছে। যে কারণে টি-২০ বিশ্বকাপের পর পরই ভারতের যে জিম্বাবোয়ে সফর রয়েছে, সেখানে ভিভিএস লক্ষ্মণকে কোচের দায়িত্ব দিয়ে পাঠাতে চলেছে বোর্ড। এর আগেও একাধিক বার রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভিভিএস লক্ষ্মণকে ভারতীয় টিমের কোচ হিসেবে দলের সঙ্গে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল। সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলছে , "জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের নতুন টিম দেখা যাবে। সেখানে ভিভিএস লক্ষ্মণের কোচ হিসেবে যাওয়ার কথা। তিনি এর আগেও রাহুল দ্রাবিড় যখনই অনুপস্থিত থেকেছেন, ভারতের কোচের দায়িত্ব সামলেছেন।"
জুলাইয়ের মাঝামাঝি ভারতের শ্রীলঙ্কা সফর রয়েছে। জানা যাচ্ছে, ওই শ্রীলঙ্কা সফরের আগে টিম ইন্ডিয়ার নতুন কোচ হবেন গৌতম গম্ভীর। এবং তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। তার আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের অপেক্ষা যে, কখন গৌতম গম্ভীরের কোচ হওয়ার খবরের হবে আনুষ্ঠানিক ঘোষণা। এখন থেকেই ক্রিকেট মহল বলছে কেকেআরের মেন্টর ভারতের কোচ হলে, সাফল্য আসবেই।