নিজস্ব সংবাদদাতা, হুগলি; যুবতীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। পুলিশে হাতে গ্রেফতার যুবক। হুগলির উত্তরপাড়ার ঘটনা।
মৃত যুবতীর নাম পুর্বিতা দাস। বাড়ি উত্তরপাড়া ১২ নং ওয়ার্ড এলাকায়। রিষড়ার নবীন পল্লীর বাসিন্দা ঋষি উপাধ্যায়ের সঙ্গে তিনমাসের সম্পর্ক ছিল ওই যুবতীর। পরিবারের অভিযোগ, ঋষি উপাধ্যায় যুবতীকে শারীরিক ও মানসিক অত্যাচার করত। অভিযুক্তের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ যুবতীর মায়ের।
পাশাপাশি আরও অভিযোগ,গত ৬ই জুন বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ঋষি এবং তার বাবা মা ও ঋষির আরও এক বান্ধবী তৃষা মানসিক নির্যাতন চালায় যুবতীর ওপর।
এরপরেই মানসিক ভাবে ভেঙে পড়ে পুর্বিতা অবসাদগ্রস্ত হয়ে পড়ে। পরবর্তী সময় ৮জুন বারংবার ফোন করে মানসিক নির্যাতন চালায় ঋষি।কোন পথ না দেখে ওইদিনই সন্ধ্যার পর পূর্বিতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
পুর্বিতার মায়ের অভিযোগ,ঋষির একাধিক সম্পর্কে জড়িত আছে।যা নিয়ে পুর্বিতার সাথে বিবাদ হতো।বাবার টাকার জোরে ঋষি বিভিন্ন কান্ড করত। মেয়েকে নানা ভাবে অত্যাচার করতো যার জেরেই মৃত্যু হয়েছে পুর্বিতার।
ধৃত যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়ে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার।পুলিশ ঋষি উপাধ্যায় কে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে এবং নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে।