প্রিয়াঙ্কা দে -তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পার করতে গিয়েই ভেসে গেল ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কার। দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ শুরু করা হয়।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, শুক্রবার রাত ১টা নাগাদ লেহ-র দৌলতবেগ ওল্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই সামরিক মহড়া চলছিল। নদীতে নামানো হয় ট্যাঙ্কার। কিন্তু হঠাৎই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটে। ভেসে যায় ট্যাঙ্কারটি।
এখনও পর্যন্ত ১ জন জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আরও চারজন। তাদের মৃত বলেই আশঙ্কা করা হচ্ছে।সূত্রের আরও খবর , জওয়ানদের প্রশিক্ষণ চলছিল। ছিলেন জুনিয়র কমিশনড অফিসারও। লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে বোধী নদী পার করার সময় নদীর জলস্তর বাড়তে থাকে ফলে নদীতে ডুবে যায় ট্যাঙ্কারটি।