নদী পার করার সময়ে ডুবে যায় ট্যাঙ্কার , মৃত্যু ৫ জন জওয়ানের

 


প্রিয়াঙ্কা দে -তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পার করতে গিয়েই ভেসে গেল ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কার। দুর্ঘটনায় কমপক্ষে ৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ শুরু  করা হয়।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, শুক্রবার রাত ১টা নাগাদ লেহ-র দৌলতবেগ ওল্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই সামরিক মহড়া চলছিল। নদীতে নামানো হয় ট্যাঙ্কার। কিন্তু হঠাৎই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটে। ভেসে যায় ট্যাঙ্কারটি।

এখনও পর্যন্ত ১ জন জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আরও চারজন।  তাদের মৃত বলেই আশঙ্কা করা হচ্ছে।সূত্রের আরও খবর , জওয়ানদের প্রশিক্ষণ চলছিল। ছিলেন জুনিয়র কমিশনড অফিসারও। লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে বোধী নদী পার করার সময় নদীর জলস্তর বাড়তে থাকে ফলে  নদীতে ডুবে যায় ট্যাঙ্কারটি।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন