পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ছ’জনের বাড়ি মুর্শিদাবাদে। একজনের বাড়ি বিহারে। ধৃতদের আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠিয়েছে হরিপাল থানার পুলিশ। জানা গিয়েছে, হুগলি জেলার বিভিন্ন ব্লকে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল দীর্ঘদিন ধরে। তবে ভোটের কারণে কাজ কয়েকদিন বন্ধ ছিল। আর সেই সুযোগ কাজে লাগায় দুষ্কৃতীরা। জেলার একাধিক ব্লক থেকে চুরি হচ্ছিল লোহার পাইপ।
পুলিশ আরও জানিয়েছে, গতকাল রাতে এক দল দুষ্কৃতী হরিপাল থানার ইলিপুর শ্রীপতিপুর পঞ্চায়েতের পাশে জড়ো করে রেখেছিল লোহার পাইপগুলি। লক্ষ লক্ষ টাকার পাইপ লরি বোঝাই করে চুরির তাল করেছিল তারা। গোপন সূত্রে সেই খবর পেয়ে হানা দেয় হরিপাল থানার পুলিশ। লোহার পাইপ বোঝাই লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি সাত জন দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করে। আজ ধৃতদের চন্দনগর মহকুমা আদালতে তোলার পর পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করবে বলে জানিয়েছে পুলিশ।