নিউজ ডেস্ক - বছর ঘুরতেই পূর্ব মেদিনীপুরে আবার বিস্ফোরণ। আস্ত কারখানা তছনছ। কারখানা লাগোয়া দু’টো বাড়িও ভেঙে চুরমার হয়ে গিয়েছে। রবিবার রাত ১০টা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পয়াগ গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই বাজি তৈরির সঙ্গে যুক্ত এ গ্রামের একাংশ।
বিস্ফোরণের পর বেশ কয়েকটি পরিবার এলাকাছাড়া বলেও অভিযোগ। রবিবারের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার একাধিক বাড়ি। সোমবার সকাল থেকে পুলিশি পিকেট কোলাঘাট ব্লকের এই গ্রামে। যাচ্ছে ফরেন্সিক টিমও। থমথমে এলাকা।
সূত্রের খবর, আনন্দ মাইতি নামে এক ব্যক্তির একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয় আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। যায় দমকলের দু’টি ইঞ্জিনও। ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এখনও অবধি কতজন আহত সেই সংখ্যা পরিষ্কার নয়। রাত থেকেই গ্রাম ঘিরে ফেলে পুলিশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার পর্যন্ত সেই শব্দ শোনা যায় বলে অভিযোগ উঠছে।
Tags
পূর্ব মেদিনীপুর