নিউজ ডেস্ক - একটু বেশি রোজগারের আশায় বিদেশে পাড়ি দিয়েছিলেন তাঁরা। আর সেখানেই দেশ থেকে বহু দূরে, পরিবার-পরিজনদের থেকে কয়েক হাজার মাইল দূরে বোঘোরে পুড়ে মরতে হল তাঁদের। বুধবার ভোরে দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরের এক আবাসিক ভবনে আগুন লাগে। এই ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আর তার মধ্যে অন্তত পাঁচজন ভারতীয় বলে জানা গিয়েছে। সেই দেশের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত পাঁচ ভারতীয়র মধ্যে দুজন তামিলনাড়ুর বাসিন্দা। বাকিরা উত্তর ভারতের। তবে, কুয়েত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও ভারতকে কিছু জানানো হয়নি।
কুয়েতের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ ওই ভবনটিতে আগুন লেগেছিল। ভবনটিতে অধিকাংশই শ্রমিক থাকতেন। কোনও একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তারপর তা ছড়িয়ে পড়ে অনেকটা অংশ জুড়ে। কিছু বাসিন্দা আগুন দেখে আতঙ্কে অ্যাপার্টমেন্ট থেকে নীচে লাফ দিয়ে পড়ে মারা গিয়েছেন। বাকিদের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে অথবা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে। কুয়েত সরকার জানিয়েছে, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও বেশ কয়েকজন ভিতরে আটকে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। সেই বিষয়ে তদন্ত করা হবে।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আগুনে পুড়ে যাওয়া প্রায় ৪৩ জনকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। যে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ, এই চারজন তাঁদের বাইরে কিনা, তা স্পষ্ট নয়। মন্ত্রক আরও জানিয়েছে, আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলি তাদের সর্বোচ্চ চেষ্টা করছে।