নিউজ ডেস্ক - হাওড়ায় দিনেদুপুরে ঘটলো ডাকাতি। বেশ কিছুদিন আগে একই ছবি ধরা পড়েছিল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। এবার হাওড়া জেলার ডোমজুড় এলাকায় এক সোনার দোকানে ডাকাতির খবর উঠে এলো।স্থানীয় সূত্রের খবর আজ অর্থাৎ মঙ্গলবার বেলা বারোটার থেকে একটার মধ্যে ঘটে এই ঘটনা। সূত্র অনুযায়ী চার জনের এক দল ওই সোনার দোকানে প্রবেশ করে ও সেই সোনার দোকানের কর্মীদের বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করে। শুধু তাই নয়, ওদের কথা না শুনলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় তাঁরা।
হুমকি দেওয়ার পরই সকলকে বেঁধে ফেলে লুটপাট চালায় দোকানে। এমন ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তদন্ত করে ও জানায়, পুলিশ ও গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের কাজ শুরু করে দিয়েছে। এমনকি ডাকাতদের ধরার জন্য আশেপাশের সব এলাকায় নাকা চেকিং করা হচ্ছে। তাদের কথায়, মোট কত টাকার সামগ্রী খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট জনা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত রবিবার ও একই ভাবে রানিগঞ্জের এক সোনার দোকানে ডাকাতি হয়। সেখানে মোট সাত জন ডাকাত মিলে অস্ত্র দেখিয়ে লুটপাট চালায় দোকানে। যদিও সেই ঘটনায় সেই ডাকাত দলের দু জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার ডোমজুড়ে এই ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Tags
হাওড়া