নিউজ ডেস্ক - মটোর বাইকে করে বাড়ি ফেরার পথের দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছে আরও দু’জন। দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মল্লিকশোভা এলাকায়।
সূত্রের খবরে জানা যাচ্ছে, ঠাকুরপাট থেকে মটোর বাইকে করে তিন যুবক বাড়ি ফিরছিলেন। সেই সময় মল্লিক সভা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে ছিটকে পড়ে যান সকলে। তৎক্ষণাত স্থানীয় বাসিন্দারা খবর দেন দমকল কর্মী ও পুলিশকে।
তারা এসে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহত এবং আহতরা সকলেই পূর্বমল্লিক পাড়া বাসিন্দা। মৃত যুবকের দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতাল পাঠিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দা বলেন, “ওরা বাইকে করে যাচ্ছিল। সেই সময় বাঁশ ঝাড়ে ঢুকে গিয়ে গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। তারপরই মৃত্যু হয়েছে।”
Tags
ROAD ACCIDENT