নিউজ ডেস্ক - গতকালের ম্যাচে রোহিত শর্মার বিধ্বংসী ইনিংস, মিডল অর্ডারে স্কাই, শিবম দুবে এবং হার্দিকের দুর্দান্ত ব্যাটিং দেখা গেল।ব্যাট হাতে অস্ট্রেলিয়াকে ২০৬ রানের বিশাল টার্গেট দিয়েছিল ভারত। নেট রান রেটে ভারতকে পিছনোর জন্য ১৫.৩ ওভারের মধ্যে এই রান তাড়া করতে হত অস্ট্রেলিয়াকে। কিন্তু সেটা সম্ভব হয়নি। ফলে ম্যাচ শেষের আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় ভারতের। তবে নেট রান রেট নয়, ভারতের টার্গেট ছিল জয়ের হ্যাটট্রিক এবং অস্ট্রেলিয়ার উপর বদলা নিয়েই সেমিফাইনালে যাওয়ার। সেই লক্ষ্যে সফল ভারতীয় দল। দ্বিতীয় দল হিসেবে সেমিতে যেতে এখন লড়াই মূলত আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে।
ভারতকে প্রথম ব্রেক থ্রু দেন অর্শদীপ সিং। তাঁর দ্বিতীয় ওভারে মার্শের উইকেটও আসতে পারত। অজি ক্যাপ্টেনের জোরাল শট, অর্শদীপ ফলো থ্রু-তে চেষ্টা করলেও সফল হতে পারেননি। জসপ্রীত বুমরার ওভারে পরপর বাউন্ডারি মেরে ভারতের মানিসকতায় আঘাত করার টার্গেট নিয়েছিল অস্ট্রেলিয়া। অক্ষর প্যাটেল আক্রমণে আসতেই কিছুটা সমস্যায় পড়েন প্রতিপক্ষ। ভারতীয় টিম যেন অপেক্ষা করছিল পাওয়ার প্লে শেষ হওয়ার। পাওয়ার প্লে-র শেষ ওভার করেন হার্দিক। কাউন্টার অ্যাটাকে চাপে রাখেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। পাওয়ার প্লে-তে ১ উইকেটে ৬৫ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।
মিচেল মার্শ ফেরেন ২৮ বলে ৩৭ রানে। অবশেষে সেই জুটি ভাঙতেই ভারতীয় শিবিরে স্বস্তি ফেরে। অবশেষে ১৬.৩ ওভারে হেডকে ফেরান বুমরা। তবে ১৫.৩ ওভার পেরোতেই ভারতের সেমি নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ অবধি ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানেই শেষ অজি ইনিংস। ২৪ রানে জয় ভারতের।