প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে, জোকার দিক থেকে একটি স্কুল বাস আসছিল। তখন এই ছাত্র তার বাবার সঙ্গে বাইকে বিবেকানন্দ মিশন স্কুলে যাচ্ছিল। স্কুল বাসটির সামনে বাইক চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাসটি বাইকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যান দুজনেই।
সেই ছাত্রের মাথায় গুরুতর চোট লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে ইএসআই হাসপাতালে নিয়ে যায়। ঠাকুরপুকুর থানার তরফ থেকে স্কুল বাস আটক করা হয়েছে। চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। স্কুল ছাত্রের অবস্থা সঙ্কটজনক ইএসআই হসপিটালে ভর্তি রয়েছে অস্ত্রোপচারের জন্য।
Tags
ROAD ACCIDENT