নিউজ ডেস্ক - ৫৪৩টি আসনে ম্যাজিক ফিগার ২৭২। ভোট গণনা শুরুর দেড় ঘণ্টার মধ্যেই ৫৪৩টি আসনে ম্যাজিক ফিগার ২৭২ ছুঁয়ে ফেলেছিল এনডিএ জোট! যত বেলা বাড়ছে ততই দ্রুত গতিতে এগোচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে খুব বেশি পিছিয়ে নেই ইন্ডিয়া জোটও।
সকাল ১০টা পর্যন্ত গণনা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৯১টি আসনে। এর মধ্যে বিজেপি এককভাবে এগিয়ে ২৩২টি আসনে। অন্যদিকে, ইন্ডিয়া জোট এগিয়ে ২০৭টি আসনে, যার মধ্যে কংগ্রেস এককভাবে এগিয়ে রয়েছে ১০৭টি আসনে।
দেশের ফলের নিরিখে বিজেপি এগিয়ে থাকলেও বাংলার ফল খানিক উল্টো। সকালের দিকে বিজেপি এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাংলার ছবি বদলাচ্ছে। প্রথম দু-ঘণ্টার গণনা অনুযায়ী, বাংলায় তৃণমূল এগিয়ে গিয়েছে ২২টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে ১৮টি আসনে। আর কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ২টি আসনে।
Tags:
ELECTION