নিউজ ডেস্ক - একের পর এক হামলায় রক্তের নদী বইছে রাশিয়ায়। সিনেগগ, চার্চ সহ একাধিক জায়গায় হামলা চালায় বন্দুকবাজ। গুলি ফলে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে আহত আরও ২৫ জন। উত্তর রাশিয়ার দাগেস্তানের ককাসাস অঞ্চলে হামলা চালায় বন্দুকবাজরা। রুশ বাহিনীও পাল্টা অভিযানে ৬ জন হামলাকারীকে নিকেশ করেছে।
রবিবার দেরবেন্ট শহর ও মাখাচকালা শহরে একযোগে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। গভর্নর সার্গেই মেলিকভ এই হামলাকে "সন্ত্রাসবাদী হামলা " বলেই অ্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে , সিনেগগ (ইহুদিদের প্রার্থনাকেন্দ্র), চার্চ সহ একাধিক জায়গায় হামলা করেছে বন্দুকবাজরা। ধর্মযাজকের গলা কেটে খুন করা হয়েছে। পুলিশ সহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে হামলায়।
হামলার খবর পেয়েই অভিযানে নামে রুশ বাহিনী। টানা ৯ ঘণ্টা ধরে অভিযান চলছে। এখনও পর্যন্ত অভিযানে মাখাচকালা শহরে চারজন বন্দুকবাজকে ও দেরবেন্ট শহরে দুইজন বন্দুকবাজকে নিকেশ করা হয়েছে। রাশিয়ার রাস্তায় নামানো হয়েছে ট্যাঙ্কার। মোতায়েন রয়েছে বিশেষ বাহিনী।
গভর্নর মেলিকভ টেলিগ্রামে লেখেন, “আজ সন্ধ্যায় দেরবেন্ট ও মাখচকালা অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা হামলা করে। আমরা জানি এই সন্ত্রাস হামলার পিছনে কারা রয়েছে এবং তারা কী উদ্দেশ্যে হামলা চালাচ্ছে। আমাদের বুঝতে হবে, যুদ্ধ আমাদের ঘর অবধিও এসে পৌঁছেছে। এতদিন সেটা বুঝলেও, আজ তা অনুভব করছি আমরা।”