নিউজ ডেস্ক - আষাঢ়- শ্রাবণ বর্ষার মাস কিন্তু এখানে যে বর্ষা অনুপস্থিত। উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টিতে ভেসে যাচ্ছে আর দক্ষিণবঙ্গের সাথে বর্ষা লুকোচুরি খেলছে। ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে ৬৪ শতাংশ বৃষ্টি অতিরিক্ত হয়েছে উত্তরবঙ্গে।
বর্ষার মাস চলেও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি পাঁচ জেলায়।
হাওয়া অফিস জানাছে, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।এবং বুধবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়ারও সর্তকতা রয়েছে। তবে শুক্র-শনিবার বৃষ্টি বাড়তে পারে।
মঙ্গলবার কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।