নিউজ ডেস্ক - রানিগঞ্জে সোনার দোকানের ডাকাতির ঘটনায় মিলল বিহার গ্যাং যোগ। ইতিমধ্যে পাশাপাশি আসানসোল থেকে যে চার চাকা গাড়িটি ছিনতাই করে পালিয়ে ছিল ডাকাত দল সেই গাড়িটিরও সন্ধান পাওয়া গিয়েছে। ঝাড়খণ্ডের গিরিডির কাছে সরাইয়া জঙ্গল এলাকায় গাড়িটি পাওয়া গিয়েছে। গ্রেফতার হয়েছে এক দুষ্কৃতী।
পুলিশ সূত্রে খবরে জানা যাচ্ছে যে, অভিযুক্ত ডাকাতের নাম সুরজ কুমার সিং। বিহারের গোপালগঞ্জের বাসিন্দা সে। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে, কমলা রঙের টুপি পরে রয়েছেন একজন। সেই ব্যক্তিই মোটরবাইকে চারজনকে বসিয়ে পালিয়েছিল। এরপর মাঝপথে আসানসোলের কাছে চারচাকা গাড়ি ছিনতাই করে। গাড়ির মালিক বাধা দিতে গেলে তাঁকেও গুলি করে বলে অভিযোগ। আর তারপর পালিয়ে যায়। তবে লাভের লাভ কিছুই হয়নি। যে গাড়িটি ছিনতাই হয়েছিল সেই গাড়িটিতে জিপিআরএস সিস্টেম ছিল। সেই সূত্র ধরেই পুলিশের হাতে সুরুজ কুমার সিং গ্রেফতার হয়।
এরপর আসানসোল পুলিশ ঝাড়খন্ড পুলিশের সাহায্য নেয়। গিরিডির এসপি দীপক শর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ডাকাতকে গ্রেফতার করতে সমর্থ হয়। অপরদিকে, এসিপি সেন্ট্রালের নেতৃত্বে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি দল সেই ডাকাত দলের পিছু ধাওয়া করেছিল। সেই দল গিরিডির ওই জঙ্গলে পৌঁছয়। হাজারিবাগ থেকে আনা হয় ডগ স্কোয়াড। রাত থেকেই জঙ্গলের মধ্যেই শুরু হয় তল্লাশি। গিরিডির সরাইযার এসডিপিও জানান বেশ কিছু গয়না উদ্ধার হয়েছে। কার্তুজ উদ্ধার হয়েছে। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান তদন্ত শুরু হয়েছে। তবে কত টাকার জিনিসপত্র সম্পত্তি খোয়া গিয়েছে তা স্পষ্ট করে তিনি বলতে পারেননি।
উল্লেখযোগ্য বিষয়, গতকাল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে এক প্রসিদ্ধ সোনার দোকানে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। সশস্ত্র অবস্থায় ছিল ডাকাত দলের প্রত্যেকে।খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।