নিউজ ডেস্ক - শিয়ালদহে প্ল্যাটফর্ম জুড়ে লম্বা লাইন। ট্রেন চলছে। কিন্তু সংখ্যায় কম। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ এসেছেন চাকরির পরীক্ষা দিতে। কেউ আবার ডাক্তার দেখাতে। কিন্তু সকলেরই এক অভিযোগ দেরী হয়ে যাচ্ছে পৌঁছতে। সকলের মনে একটাই প্রশ্ন যে দুর্দশা আর কতদিন? কবে স্বাভাবিক হবে পরিষেবা? সেই উত্তর দিলেন সিপিআরও।
প্রসঙ্গ অনুযায়ী, শিয়ালদহ উত্তরের ১ নম্বর থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে চলছে সংস্কারের কাজ। আর সেই কাজের জেরেই চলছে কম সংখ্যক ট্রেন। প্ল্যাটফর্মে শ’য়ে-শ’য়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রচুর মানুষ। তবে নিত্যযাত্রীরা ব্যাহত পরিষেবার জন্য দুষেছেন রেল কর্তৃপক্ষকে। তবে সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য চালানো হচ্ছে অতিরিক্ত মেট্রো। চলছে অতিরিক্ত সরকারি বাসও।আগামীকাল অর্থাৎ রবিবার দুপুর ২টোর মধ্যে শেষ হয়ে যাবে সংস্কারের কাজ। আর তারপরই ধীরে-ধীরে স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি।
Tags
SEALDAH