নিউজ ডেস্ক: অবশেষে দক্ষিণবঙ্গে সক্রিয় হলেও বর্ষা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বর্ষার সক্রিয়তায় প্রবল বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ শনিবার কলকাতা সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার পশ্চিমের তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণের সাধ জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে।
এক নজরে দেখে নিন শনি ও রবিবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায়।
ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে ।
রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায়।