শুক্রবার ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূরে। এরনাকুলাম-টাটানগর এক্সপ্রেসের ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায় কামরা থেকে। সূত্রের খবর, সকাল ১০টা নাগাদ ত্রিশূর জেলার ভাল্লাথল নগরের কাছে এরনাকুলাম-টাটানগর এক্সপ্রেসের ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়। রেল সূত্রে খবরে জন যাচ্ছে, ইঞ্জিনের সঙ্গে কামরার যে লক বা কাপলিং থাকে, তা খুলে যায়।
ইঞ্জিন ছাড়াই ট্রেনের কামরা দাঁড়িয়ে থাকার খবর পেয়ে রেল কর্তৃপক্ষের তরফ থেকে শোরনূর স্টেশন থেকে টেকনিশিয়ান পাঠানো হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় ইঞ্জিনের সঙ্গে ফের ট্রেনের বাকি অংশ জোড়া হয়।সূত্রের আরও খবর, ট্রেনের গতি কম থাকায় ইঞ্জিন আলাদা হয়ে গেলেও, বড় কোনও দুর্ঘটনা বা ক্ষতি হয়নি। কোনও যাত্রীও গুরুতর আহত হননি।রেলের তরফে জানানো হয়, ট্রেন থেকে ইঞ্জিন আলাদা হয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Tags
কেরল