চালু হল যোগ্যশ্রী প্রকল্প , কি সুবিধা এই প্রকল্পের ? কারা পেতে পারে এই প্রকল্পের সুবিধা ?



নিউজ ডেস্ক - কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথীর পর আবার চালু হল যোগ্যশ্রী প্রকল্প । পড়ুয়া ও যুবদের জন্য বাংলায় একাধিক প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চলতি বছরের জানুয়ারিতে নতুন একটি প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু জেইই, নিটের মতো পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ওই প্রকল্পের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম দেন যোগ্যশ্রী প্রকল্প। প্রথমে শুধু তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি ছেলেমেয়েদের জন্য এই প্রশিক্ষণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এখন সংখ্যালঘু, ওবিসি এবং সাধারণ ক্যাটেগরির ছেলেমেয়েরাও এই প্রশিক্ষণ নিতে পারবেন। 

যোগ্যশ্রী প্রকল্পে কী সুবিধা পাওয়া যাবে?

যোগ্যশ্রী প্রকল্পে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সরকারি চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য রাজ্যজুড়ে ৫০টি সেন্টার তৈরি করা হবে। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সুবিধাপ্রাপকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আবার সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণের জন্য রাজ্যজুড়ে ৪৬টি সেন্টার থাকবে।



যোগ্যশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে কী কী নথি দরকার?

যোগ্যশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে নিচের নথিগুলো প্রয়োজন… ১. আবেদনকারীর আধার কার্ড ২. আবেদনকারীর পাসপোর্ট আকারের ছবি ৩. আবেদনকারীর বাসস্থানের শংসাপত্র ৪. প্যান কার্ড ৫. আয়ের শংসাপত্র ৬. আবেদনকারীর মোবাইল নম্বর

পশ্চিমবঙ্গ যোগ্যশ্রী প্রকল্পের জন্য কী মানদণ্ড প্রয়োজন-

যোগ্যশ্রী প্রকল্পে আবেদনের আগে জেনে নিন এই প্রকল্পের সুবিধাপ্রাপক হতে কী মানদণ্ড প্রয়োজন। ১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ২. তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির পড়ুয়ারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ৩. সংখ্যালঘু, ওবিসি এবং সাধারণ ক্যাটেগরির ছেলে ও মেয়েরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

২০২৪-এ যোগ্যশ্রী প্রকল্পে আবেদনের প্রক্রিয়া-

এবছর যোগ্যশ্রী প্রকল্পে আবেদনের জন্য রাজ্য সরকার এখনও কোনও অফিসিয়াল ওয়েবসাইটের কথা জানায়নি। সরকার অফিসিয়াল ওয়েবসাইটের ঘোষণা করার পর পড়ুয়ারা সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

2 মন্তব্যসমূহ

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন