নিউজ ডেস্ক - অন্ধকার মাঠের মধ্যে কয়েকজন বসে হেরোইনের নেশা করছিল।আর তাতে বাধা দিতে যেতে হামলার আক্রান্ত হন এক সিভিক ভলান্টিয়ারের। ধারাল অস্ত্রের কোপ বসানো হয়েছে সিভিক ভলান্টিয়ারের হাতে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবরে জানা যাচ্ছে, গত রাতে আটটা নাগাদ সেখানে সারিতলা মাঠে কয়েকজন মিলে হেরোইনের নেশা করছিল। খবর পেয়ে স্থানীয় থানার দু’জন সিভিক ভলান্টিয়ার সেখানে যেতেই ধারাল অস্ত্র নিয়ে তাঁদের উপর চড়াও হয় একদল যুবক।
সূত্রের খবর , সিভিক ভলান্টিয়াররা বাধা দেওয়ার চেষ্টা করতেইই তেড়ে আসে হেরোইনের নেশায় মত্ত দল। অভিযোগ, সেই সময়েই জাব্বার শেখ নামে এক সিভিক ভলান্টিয়ারের হাতে ভোজালি দিয়ে কোপ বসিয়ে এলাকা থেকে পালিয়ে যায় তারা। এরপর গুরুতর জখম অবস্থায় ওই সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে রাতেই তাঁকে সেখান থেকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
এইদিকে সিভিক ভলান্টিয়ারের উপর হামলার এই ঘটনার পর তড়িঘড়ি পদক্ষেপ করে হরিহরপাড়া থানার পুলিশ। হামলাকারীদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেন পুলিশকর্মীরা। শুক্রবার রাতে ওই হামলার ঘটনার পর ঘণ্টা খানেকের মধ্যেই দু’জনকে গ্রেফতার করে হরিহরপাড়া থানার পুলিশ।