নিউজ ডেস্ক - রবিবার সকাল থেকেই ভ্যাপসা গরম। রোদের দাপট সেভাবে না থাকলেও অস্বস্তি কিন্তু বহাল ছিল। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আজ সন্ধ্যার পর থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আজ থেকে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস জেলাগুলিতে।
রেমালের পর থেকেই হাওয়া ঘুরেছে। বেড়েছে আর্দ্রতার পরিমাণ। আর তার জেরে অস্বস্তি চরমে উঠেছে গত কয়েকদিনে। তবে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। তবে বৃষ্টি হলেও ক্ষণিকের স্বস্তি কাজ করবে। তাপমাত্রার তেমন কোনও হেরফেরের সম্ভাবনা নেই। বরং ৪ তারিখ থেকে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ ও ৪ তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা আসার সম্ভাবনা নেই।
Tags
Weather Report