অষ্টাদশ লোকসভায় শপথগ্রহণে 'জয় প্যালেস্টাইন' স্লোগান.... তুমুল হইচই সংসদ অন্দরে

নিউজ ডেস্ক: সোমবার ছিল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। প্রথমদিন অর্থাৎ সোমবারের অধিবেশনে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ১৮০জন সাংসদ। আজ মঙ্গলবার শপথ নিলেন বাকিরা। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানেই বিভিন্ন দলের সাংসদের মুখে শোনা গেল বিভিন্ন স্লোগান। এমনকি শোনা গেল জয় প্যালেস্টাইন স্লোগান ও। 


বিভিন্ন দলের নবনির্বাচিত সাংসদরা শপথ বাক্যের পাশাপাশি যে যার মতো করে স্লোগান তুললেন সংসদের অন্দরে ‌।  জয় হিন্দু রাষ্ট্র, জয় সংবিধান থেকে শুরু করে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব – সবই শোনা গেল। 

তবে সবচেয়ে বেশি হইচই হয় যে স্লোগানকে কেন্দ্র করে তা হল জয় প্যালেস্টাইন। হায়দরাবাদ থেকে পঞ্চম বারের মতো নির্বাচিত এআইমিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি উর্দুতে শপথ গ্রহণ করেন। শপথের পর তিনি বলেন ‘জয় ভীম, জয় মিম, জয় তেলঙ্গানা, জয় প্যালেস্টাইন’। 

প্যালেস্টাইনের নামে জয়ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেজারি বেঞ্চ থেকে আপত্তি ওঠে। হইচই শুরু হয়ে যায় সংসদে। শপথগ্রহণের সময় অধিবেশনের সভাপতিত্ব করছিলেন রাধা মোহন সিং। তিনি আশ্বাস দেন, আনুষ্ঠানিক শপথবাক্যের বাইরে কোনও মন্তব্যই রেকর্ড করা হবে না। তাতেও শান্ত হয়নি সংসদের অন্দরমহল।শেষপর্যন্ত প্রোটেম স্পিকার ভর্তৃহরি মাহতাব আশ্বাস দিলে শান্ত হয় কক্ষ।


এই প্রসঙ্গে ওয়াইসি বলেন,“অন্যান্য সদস্যরাও বিভিন্ন কথা বলছেন। আমার বক্তব্য আমি বলেছি। এটা কোথায় ভুল? সংবিধানে কোথায় নিষেধ রয়েছে? অন্যরা যা বলেছে তাও শুনে দেখুন। পড়ে দেখুন, প্যালেস্তাইন নিয়ে মহাত্মা গান্ধী কী বলেছেন।”


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন