নিউজ ডেস্ক - পরিত্যক্ত একটি বাড়ির পাশেই পড়েছিল একটি ব্যাগ। আর তা দেখে কার্যত সন্দেহ হয় এলাকাবাসীর। সেই কারণে দ্রুত তাঁরা খবর দেয় বাগুইআটি থানায়। পুলিশ এসে ব্যাগ খুলতেই বেরল মানুষের মাথার খুলি,হাড়, কঙ্কাল। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাগুইআটি জর্দাবাগান এলাকায়। সেখানেই ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয়েছে খুলি, হাড়গোড় আর কঙ্কাল। এরপরেই স্থানীয় বাসিন্দারা বাগুইআটি থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসে। সব উদ্ধার করে গিয়েছে থানায়। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে মেডিক্যাল সায়েন্সে ব্যবহার করার জন্য এই হাড়গুলি রাখা হয়েছিল।
সুরেশ রাই নামে স্থানীয় বাসিন্দা বলেন, “একটা ব্যাগের ভিতর মাথার খুলি। হাড়-মাথা সব বেরিয়ে আছে। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে নিয়ে গিয়েছে।” আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, “ওইখানে অনেকগুলি থার্মোকল রাখা ছিল। সেইগুলোর নিচেই ব্যাগটা রাখা ছিল। তারপর পুলিশ এসে ব্যাগ উদ্ধার করে।”
Tags
WEST BENGAL