নিউটাউন রেস্তোরাঁ মালিককে মারধরের ঘটনায় আগাম জামিনের তাগিদে বারাসাত আদালতে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী

 

নিউজ ডেস্ক : গত শুক্রবার সন্ধ্যায় নিউটাউনের  এক রেস্তোরার একটি ফ্লোরে শুটিং করছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। সেই সময়েই রেস্তোরার সামনে শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রেস্তোরাঁর মালিক আনিসুল আলম। তার অভিযোগ একটি পার্কিং খালি করতে বললে অভিনেতার নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হয়। এরপর সোহম তাকে মারধর করে। এমন কি ঘুষিও মারা হয়। পাশাপাশি তিনি বলেন তাকে সজরে লাথি মারেন। ইতিমধ্যেই আনিসুলকে চড় মারার কথা স্বীকার করেছেন অভিনেতা সোহম চক্রবর্তী। যদিও বিষয়টি নিয়ে জল ঘোলা হওয়ার পরই ক্ষমা চান তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। কিন্তু এখানেই থেমে থাকেনি বিষয়টি। জল গড়িয়েছে অনেক দূর। এই ঘটনাটিকে কেন্দ্র করে অভিযোগ করা হয়েছে থানায়। তারপর সেখান থেকে আদালতে। 

আগাম জামিন নিতে বারাসাত জেলা আদালতে পৌঁছলেন খোদ চন্ডিপুরের বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। সূত্রের খবর, বৃহস্পতিবার অর্থাৎ আজ,  আদালতে আত্মসমর্পণও করতে পারেন সোহম। আর সেই কারণেই বারাসাত আদালতে গিয়েছেন।সকাল দশটা নাগাদ বারাসাত জেলা আদালতে ঢুকতে দেখা যায় সোহমকে। তাকে প্রশ্ন করলে তিনি বলেন ,"এখন এখনই কোন মন্তব্য করব না পুরো বিষয়টা বিচারাধীন"। উল্লেখ্য ঘটনাটিকে কেন্দ্র করে রেস্তোরাঁর মালিক আনিসুল আলমের দাবি ,পুরো বিষয়টি সিসিটিভি ক্যামেরা তেও ধরা পড়েছে।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন