নিউজ ডেস্ক: ক্যালেন্ডারের পাতায় আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার ঝমঝমিয়ে বৃষ্টির দেখা নেই। পাশাপাশি তাপও প্রবাহের পরিস্থিতি না থাকলেও একটা অস্বস্তি জনিত গরম লাগাতার জারি রয়েছে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে। বৃষ্টি আসবে কবে তা নিয়ে হাজারো জিজ্ঞাসা দক্ষিণ বঙ্গবাসীর। তবে এবার আশার বাণী শোনালো আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত শুক্র শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে ভারী বৃষ্টি। রবিবার ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। চলবে রবিবার পর্যন্ত।
বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে ।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫° ও ২৯ ° সেলসিয়াসের আশপাশে।