সরকারি চাকরির সকল কর্মীদের ৯ টা ১৫ মিনিটের মধ্যে অফিসে ঢোকা বাঞ্চনীয়, নাহলে বাদ যাবে ছুটি

 



নিউজ ডেস্ক - সরকারি চাকরি মানেই সুখের ও আরামের চাকরি বলে মনে করেন অনেকে।  কিন্তু সরকারি কাজে এতটুুকু গড়িমসি বরদাস্ত করতে নারাজ সরকার। এবার অফিসে প্রবেশের সময় নিয়েও কড়াকড়ি। কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মীদের সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে অফিসে ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্যের মধ্যে না এলেই অর্ধেক দিনের ছুটি বাদ যাবে। শীর্ষকর্তা থেকে শুরু করে পিওন- সকলের জন্যই এই নিয়ম বাঞ্ছনীয়।

সরকারি কর্মচারীরা কখন অফিস আসছেন, কতক্ষণ অফিস করছেন, তা চিহ্নিত করতেই কেন্দ্রের ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ের তরফে এই কড়া নির্দেশ জারি করা হয়েছে।. সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে বায়োমেট্রিকে সমস্ত কর্মীদের চেক ইন করতেই হবে। না করলেই ক্যাজুয়াল লিভ থেকে অর্ধেকদিনের ছুটি বাদ পড়বে।

একইসঙ্গে ওই নির্দেশিকায় সরকারি কর্মীদের কোনো জরুরি কারণ ছাড়া ছুটি নিতেও বারণ করা হয়েছে। যদি কোনও কারণে কেউ অফিসে আসতে না পারেন, তাহলে আগেই তা জানাতে হবে এবং ক্যাজুয়াল লিভ-র আবেদন পাঠাতে হবে। সমস্ত কর্মীদের অ্যাটেনডেন্স এবং তারা কতটা সময় মেনে চলছেন, তা নিয়মিত নজরদারি করা হবে।

প্রসঙ্গ অনুযায়ী , সাধারণত কেন্দ্রীয় সরকারি দফতরগুলিতে সকাল ৯টা থেকে কাজ শুরু হয়, বিকেল সাড়ে ৫টায় কাজ শেষ করে ছুটি হয়ে। কিন্তু অনেক সময়ই কর্মীরা অনেক দেরী করে আসেন, এরফলে সাধারণ মানুষ, যারা নানা পরিষেবা পাওয়ার জন্য বা অন্য দরকারে সরকারি অফিসে আসেন, তাদের সমস্যাআর সম্মুখীন হতে হয়। এই সমস্যা দূর করতেই কেন্দ্রের কড়া নিয়ম। সকাল ৯টায় অফিস শুরু হলেও, ‘গ্রেস’ হিসাবে ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন