নিউজ ডেস্ক: অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন ওম বিড়লা-ই। এই নিয়ে দ্বিতীয় বার স্পিকার পদে নির্বাচিত ওম বিড়লা।
সংসদে উপস্থিত সংসদের ধ্বনী ভোটের উপর ভিত্তি করেই স্পিকার হিসেবে নির্বাচিত হলেন ওম বিড়লা। নবনির্বাচিত স্পিকার এর প্রতি সৌজন্য প্রকাশ রাহুল গান্ধীর।
উল্লেখ্য,স্বাধীনতার পরে ইতিহাসে প্রথমবার স্পিকার পদের জন্য নির্বাচন হওয়ার কথা ছিল বুধবার। NDA জোটের তরফে ওম বিড়লা কে মনোনীত করা হয় অন্যদিকে বিরোধীরাও স্পিকার পদপ্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিলেন কে সুরেশকে। নির্বাচন হওয়ার কথা ছিল বুধবার।
এদিন ভোটাভুটির আগেই স্পিকার হিসেবে ওম বিড়লার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রোটেম স্পিকার বি মেহতাবও এই একই ঘোষণা করলেও বিরোধীদের তরফ থেকে ভোটাভুটির জন্য কোনও চাপ দেওয়া হয়নি। এর পরই সংসদে ধ্বনি ভোটে সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সমর্থন নিয়ে স্পিকার পদে নির্বাচিত হন ওম বিড়লা।
এদিন স্পিকার নির্বাচিত হওয়ার পর ওম বিড়লার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি স্পিকার পদ নিয়ে শাসক বিরোধীদের মধ্যে সংঘাতের আবহ থাকলেও এদিন ওম বিড়লা অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর দেখা যায় অন্য ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সংসদীয় মন্ত্রী কিরেন রিজুজুর ও বিরোধী দলনেতা রাহুল গান্ধি নিজের আসন ছেড়ে উঠে এসে ওম বিড়লাকে তাঁর চেয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। সৌজন্য সাক্ষাৎ করে হাত মেলাতেও লেখা যায়।