নিউজ ডেস্ক - জাপানে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী মনামী ঘোষ। তাঁর ইনস্টাগ্রামে ছেয়ে রয়েছে জাপানের নানা জায়গার নানা ছবি। রোজই প্রায় এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছেন মনামী।কিন্তু সম্প্রতি একটি দুর্ঘটনাও ঘটেছে অভিনেত্রীর সঙ্গে। পড়ে গিয়ে খুব চোট পেয়েছেন অভিনেত্রী। হাঁটু ছুলে রক্তারক্তি কাণ্ড যাকে বলে। সেই কেটে যাওয়া হাঁটুর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অনুরাগীদের দুশ্চিন্তা করতে মানা করেছেন সুন্দরী অভিনেত্রী। কিন্তু সেখানেও হেটাররা তাঁকে কু-কথা শোনাচ্ছেন। যদিও মনামীর অনুরাগীরাই দু-চার কথা শুনিয়ে দিচ্ছেন নিন্দুকদের।
Tags
tollywood