নিউজ ডেস্ক: নিজের বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছিল শিশুটি। সামাজিক মাধ্যমে সন্ধান পাওয়ার আশায় যোগাযোগের নম্বর সহ পোস্ট করেছিলেন পরিবারের সদস্যরা। মুহুর্তেই ভাইরাল হয় সেই পোস্ট। শেয়ার হয় ঝড়ের গতিতে। নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর উদ্ধার হল নিখোঁজ শিশুর মৃতদেহ। হুগলির ভদ্রেশ্বর এলাকার ঘটনা। ভদ্রেশ্বরের খুঁড়িগাছি খাল থেকে উদ্ধার হয় শিশুটির মৃতদেহ।
মঙ্গলবার সন্ধ্যায় ভদ্রেশ্বর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সাহেব বাগান এলাকা থেকে একটি শিশু নিখোঁজ হয়। শিশুটির নাম আরাধ্যা রাম। বয়স ১বছর নয় মাস। বিকেলে বাড়ির কাছে খেলা করছিল শিশুটি। সন্ধ্যার পর থেকে আর তার খোঁজ মিলছিল না। শিশুটির খোঁজ পেতে ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানায় শিশুটির পরিবার।
শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে ভদ্রেশ্বর থানার পুলিশ।
বাড়ির কাছে খাল রয়েছে, সেই খালে তল্লাশি চালানো হয় পাশাপাশি ঝোপঝাড়-জঙ্গলেও চলে তল্লাশি। পাতকুয়ার জল সেচ করেও দেখা হয়। ড্রোন ক্যামেরা দিয়েও চলে তল্লাশি। খোঁজ পাওয়ার উদ্দেশ্যে সমাজমাধ্যমে শিশুটির ছবি সহ পোস্ট ও দেওয়া হয়। তবুও কোনও খোঁজ মিলছিল না শিশুটির।
প্রায় ২৪ ঘন্টা পর , বৃহস্পতিবার দুপুরে খুঁড়িগাছি খালে শিশুটিকে ভাসতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। থানায় খবর দিলে ভদ্রেশ্বর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।
পরিবার সূত্রে খবর, খালের ধারের রাস্তা দিয়ে পাশের বাড়ি যেত শিশুটি। কোনোভাবে খালে পড়ে গিয়েই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।