নিউজ ডেস্ক: দেশের অন্যতম ব্যস্ত জাতীয় সড়ক ১৯ নং জাতীয় সড়ক পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। বর্তমানে সেই কাজ হচ্ছিল পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের সামচ্যাংরা এলাকায়। কিন্তু কাজ চলাকালীনই ঘটল এক ভয়ানক ঘটনা। মাটি খুঁড়তেই উঠে এলো একটি নরকঙ্কাল। কঙ্কাল দেখেই চিৎকার করে ওঠেন শ্রমিকরা। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন জেসিবি দিয়ে রাস্তা খোঁড়া চলছিল সেইসময়ই মাটির সঙ্গে মাথার খুলি ও হাড়গোড় দেখতে পান শ্রমিকরা। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে এসে ভিড় করেন। কঙ্কাল টি ওই স্থানে কীভাবে এলো, মৃত্যুর কারণ কী সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
ঘটনাস্থলে পুলিশ এসে কঙ্কালের ১০ থেকে ১২ টি অংশ
জামালপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের প্রাথমিক অনুমান এটি মানুষেরই কঙ্কাল। সেটি ১০ থেকে ১২ বছরের পুরোনো। তবে আরও নিশ্চিত হতে কঙ্কাল অংশগুলি বৃহস্পতিবার ফরেন্সিকে পাঠানো হবে বলে সূত্রের খবর।
স্থানীয় লোকজন মারফত জানা গিয়েছে,জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ যে জায়গায় হচ্ছে তার কাছেই রয়েছে একটা শ্মশান। পাশে রয়েছে একটা পুকুর, ইটভাটা। ওই পুকুরটিতেও বর্তমানে সংস্কারের জন্য মাটি কাটা হচ্ছে। সেখান থেকে কোনভাবে কঙ্কাল চলে আসতে পারে কি না প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তবে সব মিলিয়ে কঙ্কাল রহস্য ঘনীভূত হচ্ছে ১৯ নং জাতীয় সড়কে।