নিউজ ডেস্ক : শিক্ষক দুর্নীতি নিয়ে প্রসঙ্গ উঠেছে অনেকই।তবে এখন তৎকালীন সময় দাঁড়িয়ে ডাক্তারি প্রবেশিকার পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষা নিয়ে শোরগোল পড়ে গেছে চারিদিকে।তা নিয়ে বিরোধীরা ক্রমাগত আক্রমণ করে চলেছে বাংলার শাসক শিবির কে। কিন্তু এবার নিট পরীক্ষার বেনিয়মের অভিযোগে পাল্টা সুর চড়ালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বসে ভিন্ন ভিন্ন পুরনো মন্তব্য কে হাতিয়ার করেই পাল্টা নিশানায় বিধলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। ডাক্তারির প্রবেশিকা নিট পরীক্ষা নিয়ে যে বিস্তর অভিযোগ উঠে আসছে, সেই প্রসঙ্গে কুণাল ঘোষের দাবি , “নিট দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি। এর সঙ্গে অনেক উপরমহল জড়িত। আসল মাথাদের ধরতে হবে। ধেড়ে ইঁদুর কারা, তাদের ধরতে হবে। কেন্দ্রীয় সরকারের যে দফতরের অধীনে, সেই মন্ত্রী ও তাঁর আত্মীয়স্বজনের খাটের তলায় তল্লাশি চালাতে হবে।” এরপরই তৃণমূল নেতার সংযোজন, “এখানে বিপুল চক্র জড়িত। কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠছে।”
"ধেড়ে ইঁদুর কারা? তাদের ধরতে হবে! "বিরোধীদের কটাক্ষ করে পাল্টা আক্রমণ তৃণমূল নেতা কুনাল ঘোষের
byMonisha Roy
-
0