নিউজ ডেস্ক - কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। তবে রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ট্রেন আপাতত বাতিল করা হয়নি। রেলের তরফ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী,
১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস
২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস
১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস
০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশ্যাল
এই ট্রেনগুলো ঘুরিয়ে দেওয়া হবে নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রেল জংশন লাইনে।
অপরদিকে,
১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
০৬১০৫ নাগেরকোলি-ডিব্রুগড় স্পেশ্যাল
২০৫০৬ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
১২৪২৪ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস
২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হবে আলুয়াবাড়ি রেল জংশন-বাগডোগরা-শিলিগুড়ি- নিউ জলপাইগুড়ি লাইনে।
পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন,
২২৩০২ এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে আসছে।
১৫৯৬২ কামরূপ এক্সপ্রেস শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে আসছে।
১৩১৪৮ উত্তরবঙ্গ এক্লপ্রেস শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে আসছে।
দুর্ঘটনাস্থলের পিছনে যে ট্রেনগুলো রয়েছে, সেগুলিকে অন্য রুটে ঘুরিয়ে গন্তব্যে নিয়ে আসা হচ্ছে।