বড় দ্বন্দ্ব আবহাওয়া নিয়ে , বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতলে সোজা সেমিফাইনাল

 



নিউজ ডেস্ক - টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে বিশাল জয়ে শুরু করেছে ভারত। গ্রুপ ১-এ ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত। নেট রান রেট +২.৩৫০। গ্রুপ শীর্ষে এখন রয়েছে অস্ট্রেলিয়া। তারাও প্রথম ম্যাচ জিতেছে। বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়ার নেট রান রেট +২.৪৭১। ভারত-অস্ট্রেলিয়া দু-দলেরই পয়েন্ট ২ করে। বাংলাদেশ ও আফগানিস্তান প্রথম ম্যাচে হেরেছে। আজকের ম্যাচ জিতলে ভারতের ৪ পয়েন্ট হবে এবং নেট রান রেটও বাড়বে। শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে জিতলে ৪ পয়েন্ট হবে। ফলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। ভারতীয় সময় অনুযায়ী কাল সকালে অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে এক ম্যাচ বাকি থাকতেই ভারত ও অস্ট্রেলিয়া দু-দলই সেমিফাইনালে পৌঁছে যাবে। তবে আজকের ম্যাচেই সেমিফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে ভারতের পক্ষে বাধা সৃষ্টি করতে পারে অ্যান্টিগার আবহাওয়া।

ভারত-পাকিস্তান ম্যাচের মতো না হলেও, এখন ভারত-বাংলাদেশ ম্যাচ অনেকটা সেই পর্যায়েই গিয়েছে।  বাংলাদেশের স্পিন আক্রমণ খুবই ভালো। সে সবের বিরুদ্ধে লড়াই থাকবেই। আরও একটা লড়াই বৃষ্টি। সুপার এইটে ভারত প্রথম ম্যাচ খেলেছিল বার্বাডোজে। আজকের ম্যাচ অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী , শুধু বৃষ্টিই নয়, বজ্রপাতও হতে পারে। স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০.৩০-এ শুরু ম্যাচ। পূর্বাভাসে রয়েছে, সকাল ১০-১১টা বজ্রপাত হতে পারে। আর বৃষ্টির সম্ভাবনা ৪৬-৫১ শতাংশ। এরপর আবহাওয়ার উন্নতি হতে পারে। সেক্ষেত্রে সংক্ষিপ্ত ম্যাচ হতে পারে। ফলে টস আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টি হয়েছিল। সংক্ষিপ্ত ম্যাচে প্রবল চাপে ছিল ভারত।

 আজকের ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে পয়েন্ট ভাগাভাগি হবে। ভারতের হবে ৩ পয়েন্ট আর বাংলাদেশের ১ পয়েন্ট। ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে শেষ ম্যাচে হারে এবং বাংলাদেশ যদি নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে দেয়, সেক্ষেত্রে সুপার এইটেই বিদায় হয়ে যেতে পারে ভারত। বাংলাদেশের কাছে আর একটা অ্যাডভান্টেজ, তাদের ম্যাচটা ভারত-অস্ট্রেলিয়ার পরে। ফলে ভারত হারলে পয়েন্টের অঙ্ক বুঝে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের কাছে। আজকের ম্যাচ ভেস্তে গেলে ভারতের কাছে অস্ট্রেলিয়া ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে । আর ম্যাচ হলে, ভারত জিতলে সেমিফাইনাল কার্যত নিশ্চিত। অঙ্কের বিচারে সকালে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে শুধু। ভারত আজকের ম্যাচে হারলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছাড়া সুরক্ষিত নয়। তখন আবার অন্য অঙ্ক।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন