ভোট গণনার দিন শেয়ার বাজার চালু হতেই দেখা গেল বড়সড় পতন , ডুবল ১৪ লক্ষ কোটি টাকা

নিউজ ডেস্ক - আজ ভোটের ফল প্রকাশের দিন। কেন্দ্রের ক্ষমতায় কে আসছে, তার দিকেই নজর দেশবাসীর। একইসঙ্গে মুখিয়ে রয়েছে শেয়ার বাজারও। এক্সিট পোল প্রকাশ হতেই রকেট গতিতে উত্থান হয়েছিল সেনসেক্স-নিফটির। লাভের মুখ দেখবেন বলে টাকা ঢেলেছিলেন অনেক বিনিয়োগকারীরাই। কিন্তু ভোট গণনা শুরু হতেই একেবারে ঘুরে গেল খেলা। ভোটের ফল প্রকাশের দিনই ধস নামল শেয়ার বাজারে। সাতসকালে, বাজার খুলতেই পতন সেনসেক্সে।  ১৫ মিনিটেই বাজার থেকে উধাও হয়ে গেল ১৪ লক্ষ কোটি টাকা।

নির্বাচন শুরু হতেই যেখানে শেয়ারের গতি ধীর হয়, সেখানেই ভোটের ফল প্রকাশের পরই ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। ইতিহাস এমনটাই বলছে। ১ জুন শেষ দফার ভোট গ্রহণ মিটতেই প্রকাশ পেয়েছিল এক্সিট পোল। আর এক্সিট পোলের পূর্বভাস দেখেই রকেট গতিতে উত্থান হয়েছিল সেনসেক্স-নিফটির। ৭৬ হাজার পার করেছিল সেনসেক্সের সূচক। নিফটিও পার করেছিল ২৩ হাজারের গণ্ডি। কিন্তু আজ ভোট গণনা শুরু হতেই দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র।

মঙ্গলবার সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্সের  সূচকে ২১০০ পয়েন্ট পতন হয়। কিছুক্ষণের মধ্যেই সেই সূচকে ২৭০০ পয়েন্ট পতন হয়। অন্যদিকে নিফটির সূচকও ২২,৪৫০ অঙ্কের নীচে নেমে দাঁড়িয়েছে।

প্রায় ১১ শতাংশ পতন হয়েছে আদানি এন্টারপ্রাইজ, এইচডিএফসি ব্যাঙ্ক, আরআইএল, আইসিআইসিআই ব্যাঙ্ক

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন