এলিয়েন-এলিয়েন করে হেদিয়ে যাচ্ছেন? আর কোথাও নই ! তারা শহরতলীর অলিতে -গলিতে, আপনারই চারপাশে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে

নিউজ ডেস্ক :  প্রাচ্যকাল থেকেই এলিয়েন সম্পর্কিত বিষয় নিয়ে বহু কপচানি  শোনা যায় হেথায় - হোথায়। এলিয়েনের অস্তিত্ব নিয়ে কল্পনা বাসীদের যেমন আগ্রহের শেষ নেই তেমনি দ্বিধাদ্বন্দেরও কমতি নেই। আচ্ছা এলিয়েনরা যদি বেঁচেই থাকে তাহলে ওরা কি পৃথিবীতে আসে না? অনেকেই বিচিত্র প্রাণী বিচিত্র আকারের শসার আর নভদান দেখেছেন বলে দাবি করেছেন! আবার কেউ এটাকে মতিভ্রম বলে উড়িয়ে দিয়েছে!  তাহলে কি এলিয়েনরা পৃথিবীতে আসে মানুষের সাথে কোন রকম যোগাযোগ করে না?  বিষয়টা কেমন যেন আষাঢ় মাসে আষাঢ় এ গল্পের মত তাই না?

সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটির তরফে এক গবেষণা বলছে,"এই পৃথিবীতেই রয়েছে আমাদের বহু-প্রত্যাশিত অ্যালিয়েন বা ভিনগ্রহীরা। তবে, আমরা তাদের চিনতে পারছি না, কারণ, তারা ছদ্মবেশে থাকছে। হয়তো মানুষের বেশেই রয়েছে তারা। তাই তাদের চিনতে আরও অসুবিধা হচ্ছে আমাদের। এমনিতেই এই ইউএফও বা ইউএপি ('আনআইডেন্টিফায়েড এরিয়াল ফেনোমেনা') নিয়ে মানুষের আগ্রহ ও জিজ্ঞাসার শেষ নেই। তবে, দশকের পর দশক ধরে গবেষণা করেও এ বিষয়ে এখনও বিজ্ঞানীরা তেমন কিছু জানতে পারেননি"। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, "ভিনগ্রহীর অস্তিত্ব আছে, এবং এরা মাটির নীচে, চাঁদে, পৃথিবীতে মানুষের ভিড়ে মিশে আছে। আছে 'ক্রিপটোটেরেস্ট্রিয়াল' রূপে। কী এই 'ক্রিপটোটেরেস্ট্রিয়াল'? "



'ক্রিপটোটেরেস্ট্রিয়াল' অস্তিত্ব হল তারাই যারা মানুষের মধ্যে ছদ্মবেশে ঘুরছে। যারা বুদ্ধিমান ডাইনোসর থেকে এসেছে। আর এই তত্ত্বের খাতিরে অ্যালিয়েনরা এই পৃথিবীতেই আছেন, আমাদের মধ্যেই আছে, আমাদের চেনা জায়গার চেনা ভিড়ে মিশে আছে, অথচ, আমরা বুঝতে পারছি না! যদিও বহু বিজ্ঞানী এই মত মেনে নেননি। তাঁরা বিষয়টি নিয়ে সন্দেহপ্রবণ। তাঁদের দাবি, এ নিয়ে আরও সংহত গবেষণা জরুরি।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন