নির্বাচন বিধি সরতেই মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী; একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা

নিউজ ডেস্ক:  নির্বাচনের পরেই ফের প্রশাসনিক বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। দীর্ঘ সময় ধরে ভোট প্রক্রিয়া চলার কারণে নির্বাচনী বিধি বলবৎ ছিল আর তাই নির্বাচনে বিধির মধ্যে প্রশাসনিক ভাবে নতুন কাজ শুরু করতে পারেনি রাজ্য সরকার সেইসঙ্গে হয়নি কোনো প্রশাসনিক বৈঠক। ভোটের ফল প্রকাশের পর আজ মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


 সূত্রের খবর,  এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ একাধিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিশেষত নির্বাচনী বিধি লাঘু হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্য সরকার নিজেই ১০০ দিনের কাজ দেবে এবং সেই উদ্দেশ্যে  'কর্মশ্রী' প্রকল্পের ঘোষণা করা হয়। আজ 'কর্মশ্রী' প্রকল্প নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 পাশাপাশি, আবাসের কাজ নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে  বৈঠক থেকে। কারণ, এই প্রকল্পের বকেয়া কেন্দ্র সরকার দিচ্ছে না বলে  অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন,  রাজ্য সরকার সেই প্রকল্প বাস্তবায়িত করবে। কিভাবে তা বাস্তবায়িত করা হবে তা নিয়ে আলোচনা হতে পারে  বৈঠকে।

সেই সঙ্গে কাজের গতি কিভাবে বাড়ানো যায় ও পুরনো দিনের বিভিন্ন প্রকল্প নিয়েও পর্যালোচনা হতে পারে এমনটাই মনে করছেন প্রশাসনিক কর্তারা। 

উল্লেখ্য মঙ্গলবারের এই বৈঠকে সব দফতরের মন্ত্রী থেকে শুরু করে সচিব, জেলাশাসক এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে নবান্ন।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন