ভোট গণনার দুপুরে সন্দেশখালিতে চার জন বিজেপি সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক -  ভোট গণনা শেষ হওয়ার আগেই তপ্ত সন্দেশখালির বাতাবরণ। গণনা পর্ব যত এগোচ্ছে, তত পারদ চড়ছে সন্দেশখালিতে। মঙ্গলবার দুপুরে সন্দেশখালির সড়বেড়িয়ায় বড় আজগরা, ভাটিদহ, ঝারিপাড়া, রামপুর বাগদি পাড়া-সহ একাধিক এলাকায় অশান্তির অভিযোগ সামনে আসতে শুরু করেছে। বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সড়বেরিয়ার বড় আজগরায় চার জন বিজেপি সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

উল্লেখযোগ্য বিষয়, সন্দেশখালির উদ্ভূত পরিস্থিতি ঘিরে গত কয়েক মাস ধরে বিভিন্ন চর্চা হয়েছে। বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছে সন্দেশখালির বিভিন্ন অভিযোগ। কিন্তু লোকসভা ভোট গণনার এখনও পর্যন্ত যা ছবি, পঞ্চম দফার গণনা শেষে বসিরহাট থেকে এগিয়ে রয়েছেন তৃণমূলের হাজি নুরুল ইসলামই। অনেকটা পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির রেখা পাত্র।

প্রসঙ্গ অনুযায়ী, বাংলার অতীত নির্বাচনগুলিতে ভোট পরবর্তী হিংসা ও অশান্তির অভিযোগের কথা মাথায় রেখে এবার ভোট মিটে যাওয়ার পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ১৯ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসবের মধ্যেই ভোটগণনার দুপুরেই তপ্ত সন্দেশখালির বাতাবরণ। বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন