তৃতীয় বারে শপথ গ্রহণ অনুষ্ঠানে কারা থাকছেন নরেন্দ্র মোদীর সাথে ?

নিউজ ডেস্ক - মোদী সরকার ৩.০। তৃতীয় দফায় ফের ক্ষমতায় ফিরেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। আগামিকাল. রবিবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। তবে শুধু প্রধানমন্ত্রী একাই নন, সূত্রের খবর, তাঁর সঙ্গে শপথ নেবেন প্রথম সারির কয়েকজন মন্ত্রীও। মোদীর মন্ত্রিসভায় কে কে থাকবেন, তার রুপরেখা চূড়ান্ত হবে আজই।

সূত্রের খবরে জানা যাচ্ছে, রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিতে পারেন প্রথম সারির কয়েকজন মন্ত্রীও। শপথ নিতে পারেন অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গড়করী, পীযূষ গোয়েল-সহ কয়েকজন সাংসদ তথা বিজেপির শীর্ষ নেতা। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের তালিকায় থাকবেন টিডিপি এবং জেডিইউ- এর অন্তত একজন করে সাংসদ।

এবারে যেহেতু বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা পার করতে পারেনি, তাই সরকার গঠনের জন্য জোটসঙ্গীদের মুখাপেক্ষীই হয়ে থাকতে হচ্ছে তাদের। সুযোগ বুঝে শরিকরাও তাদের লম্বা দাবি-দাওয়ার লিস্ট ধরিয়েছেন। চন্দ্রবাবু নাই়ডুর দল টি়ডিপি একাধিক মন্ত্রকে নিজেদের প্রতিনিধির দাবি করেছে। প্রতিরক্ষা থেকে সড়ক-গ্রামোন্নয়ন মন্ত্রকের দাবি করেছেন চন্দ্রবাবু। অন্যদিকে নীতীশ কুমারও দাবি করেছেন যে তাঁর বিহার সরকারকে যেন কোনওভাবে বিরক্ত না করা হয়। দুইজন পূর্ণমন্ত্রী এবং দুটি মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদও চেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে রেল, গ্রামোন্নয়ন, জলশক্তি, পরিবহন এবং কৃষি মন্ত্রক।

মন্ত্রিসভায় শরিকদলের দাবি মেটাতে গতকাল সন্ধ্যাতেও বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন রাজনাথ সিং এবং অমিত শাহ। আজও আরও এক দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে টিডিপি এবং জেডিইউ থেকে কারা শপথ নেবেন, তা আজ প্রধানমন্ত্রী মোদীকে জানাবেন চন্দ্রবাবু এবং নীতীশ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন