সূত্রের খবরে জানা যাচ্ছে, রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিতে পারেন প্রথম সারির কয়েকজন মন্ত্রীও। শপথ নিতে পারেন অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গড়করী, পীযূষ গোয়েল-সহ কয়েকজন সাংসদ তথা বিজেপির শীর্ষ নেতা। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের তালিকায় থাকবেন টিডিপি এবং জেডিইউ- এর অন্তত একজন করে সাংসদ।
এবারে যেহেতু বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা পার করতে পারেনি, তাই সরকার গঠনের জন্য জোটসঙ্গীদের মুখাপেক্ষীই হয়ে থাকতে হচ্ছে তাদের। সুযোগ বুঝে শরিকরাও তাদের লম্বা দাবি-দাওয়ার লিস্ট ধরিয়েছেন। চন্দ্রবাবু নাই়ডুর দল টি়ডিপি একাধিক মন্ত্রকে নিজেদের প্রতিনিধির দাবি করেছে। প্রতিরক্ষা থেকে সড়ক-গ্রামোন্নয়ন মন্ত্রকের দাবি করেছেন চন্দ্রবাবু। অন্যদিকে নীতীশ কুমারও দাবি করেছেন যে তাঁর বিহার সরকারকে যেন কোনওভাবে বিরক্ত না করা হয়। দুইজন পূর্ণমন্ত্রী এবং দুটি মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদও চেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে রেল, গ্রামোন্নয়ন, জলশক্তি, পরিবহন এবং কৃষি মন্ত্রক।
মন্ত্রিসভায় শরিকদলের দাবি মেটাতে গতকাল সন্ধ্যাতেও বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন রাজনাথ সিং এবং অমিত শাহ। আজও আরও এক দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে টিডিপি এবং জেডিইউ থেকে কারা শপথ নেবেন, তা আজ প্রধানমন্ত্রী মোদীকে জানাবেন চন্দ্রবাবু এবং নীতীশ।