নিউজ ডেস্ক বাতাসে বেড়েছে আপেক্ষিক আদ্রতার পরিমাণ । সেই সঙ্গে ক্রমশই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ফলে ঘামযুক্ত প্যাচপ্যাচে গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণ বঙ্গবাসীর। বাতাসা আপেক্ষিক আদ্রতার কারণে অতিরিক্ত ঘাম ও অস্বস্তিতে নাজেহাল বঙ্গবাসী।
ফের একবার কলাইকুন্ডায় ৪৫ ডিগ্রির আশেপাশে তাপমাত্রার পারদ। বাঁকুড়া পুরুলিয়ায় পারদ চড়েছে 43 ডিগ্রিতে। কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম চলবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আরো তিন চার দিন এমনই আবহাওয়া থাকবে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে। এই গরমের কারণ বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে যার জেরে গরমের দোসর হয়েছে প্যাচপ্যাচে ঘাম। ভ্যাপসা গরম আর ঘামের কারণেই শরীর অতি দ্রুত কাহিল হয়ে পড়ছে এবং অস্বস্তি বাড়ছে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৮৫ শতাংশ।
বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। তাপপ্রবাহের চরম সতর্কতা থাকছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। এছাড়াও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতে।
আগামী কয়েক দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
তবে ১৪ জুনের আগে মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে কোনও পূর্বাভাস এখনও শোনায়নি আবহাওয়া দফতর