নিউজ ডেস্ক - জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে দেখলে আঁতকে উঠবেন সকলে। তাঁরা সারা শরীরে আঘাতের একাধিক চিহ্ন সুস্পষ্ট। নাক থেকে ঝরছে রক্ত। মুখে-গলায় লেগে রক্ত। পা কেটেছে। কাঁধে কালশিটে। এইরকমই সব ছবি এবং ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লিখেছেন, “অবশেষে…”
প্রিয়াঙ্কার পোস্টের শুরুতেই যে ভিডিয়ো রয়েছে, তাতে দেখা যাচ্ছে মুখে-গলায় রক্তের ছাপ নিয়ে প্রিয়াঙ্কা কথা বলছেন। তিনি বলছেন, “হ্যাঁ, অ্যাকশন ছবি করলে এমনটা হবেই।” রক্তারক্তি অবস্থার কথাকে উহ্য রেখে বলেছেন, “প্রচণ্ড গ্ল্যামারাস অবস্থা বুঝতে পারছেন। আমি ফের আমার অফিসে।” প্রিয়াঙ্কা আসলে একটি অ্যাকশন ছবিতে অভিনয় করেছেন। এবং শুটিং করতে গিয়ে তাঁকে এই মেকআপ নিতে হয়েছে। মারামারির দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিজেও আঘাত পেয়েছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার এই ভিডিয়ো পোস্ট করার পরই অনুরাগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অভিনেত্রীর বিশ্বাসযোগ্য মেকআপ দেখে অনেকেরই মনে হতে শুরু করে, সত্যি-সত্যি আহত হয়েছে পিগি চপস। বলেছেন, “আমি প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। তারপরই মনে হয় প্রিয়াঙ্কা তো অভিনেত্রী। এটা তাঁর মেকআপেরই অংশ।”