বিগত দুই লোকসভা নির্বাচনের তুলনায় এবার তুলনামূলকভাবে খারাপ ফল করেছে বিজেপি। ২০১৪ সালে ২৮২টি আসন জিতেছিল বিজেপি। ২০১৯ সালে ৩০৩টি আসন জিতেছিল বিজেপি। এবারে তাদের বিজয়রথ থেমে গিয়েছে ২৪০-এই, যা সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩২ কম। এবার তাদের এনডিএ-র বাকি শরিকদের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ৫৩টি আসনের জন্য।
এইদিন সরকারের শেষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেটের সদস্য়দের বলেন, “বিগত ১০ বছরে আমরা ভাল ফল করেছি। আগামিদিনেও এই কাজ জারি রাখব।”
তিনি আরও বলেন, “হার-জিত রাজনীতির অংশ। নম্বরের খেলা চলতেই থাকবে। আপনারা সকলে বিগত ১০ বছরে খুব ভাল কাজ করেছেন। কঠোর পরিশ্রম করেছেন।”
ক্যাবিনেট বৈঠক শেষে তিনি রাষ্ট্রপতি ভবনে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফাপত্র তুলে দেন। আগামী শনিবার তিনি ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন।
প্রসঙ্গ অনুযায়ী, আগামী ১৬ জুন ১৭তম লোকসভার মেয়াদ শেষ হচ্ছে।