নিউজ ডেস্ক - সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশের ঘটনাটি নতুন নয়। বিভিন্ন সময় দেখা যায় কাঁটা তার পেরিয়ে বেআইনিভাবে প্রবেশ করে তারা। আর তাদের হাতেনাতে ধরে বিএসএফ অথবা পুলিশ। এবারও সেই একই কান্ড!
নদী পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বাংলাদেশের এক ব্যক্তি। তাঁকেই এবার গ্রেফতার করল উদয়নারায়ণপুর থানার পুলিশ।
ধৃতের বাংলাদেশির নাম রাজু মিঞা। তাঁর বাড়ি বাংলাদেশের রঙপুরে। তাঁকে শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে খবর, আজ থেকে দিন দশ থেকে বারো দিন আগে দালাল মারফত নদী পেরিয়ে এই দেশে প্রবেশ করেন রাজু। পরে এখানকার দালালের হাত ধরে উদয়নারায়ণপুরে আসে সে। এখানে একটি কারখানায় রং এর কাজ করছিল রাজু।
শুক্রবার গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ কারখানায় হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। কী কারণে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল পুলিশ সেটা খতিয়ে দেখছে।
প্রসঙ্গ অনুযায়ী, কখনও বালুরঘাট, কখনও মুর্শিদাবাদ কখনও আবার বসিরহাট! বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে আসে অনুপ্রবেশের খবর। কখনও পাচারের চেষ্টা। কখনও আবার বেআইনি অনুপ্রবেশ। আর এ দিনের ঘটনা উদনারায়ণপুর। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।