প্রিয়াঙ্কা দে - স্কুল শেষে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৫ স্কুল ছাত্র। উদ্ধার কাজের শেষ পর্যন্ত দু’জনকে উদ্ধার করা গেলেও বাকি ৩ জনের খোঁজ পাওয়া যায়নি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটছে মালদহের বীরনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সরকার টোলা এলাকায়। সূত্রের খবর, সব ছাত্রই বীরনগর হাইস্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করছে। এই ক্লাসেরই ৮ জন ছাত্র এই দিন স্কুল শেষে গঙ্গায় স্নান করতে নামে।
স্থানীয় সূত্রে খবরে জন যাচ্ছে, স্নান করতে নামার সঙ্গে সঙ্গে ৫ জন জলে তলিয়ে যেতে থাকে। মুহূর্তেই বাকি তিন জন উপরে উঠে চিৎকার করতে করতে সাহায্যের আবেদন জানায়। তাঁদের চিৎকার শুনেই ছুটে আসেন স্থানীয় লোকজন। স্থানীয়রাই দু’জনকে বাঁচাতে পারলেও বাকিদের কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়ে যায় এলাকায়।
এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি আকাশ সাহা (১৪), কৃষ্ণ সাহা (১৪) এবং আকাশ মণ্ডল (১৫) নামে তিন ছাত্রের। খোঁজ এখনও চলছে । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁরাও চালাচ্ছেন তল্লাশি অভিযান। এসেছেন সিভিল ডিফেন্সের কর্মীরা।