নিজস্ব সংবাদদাতা: ২৩ শে জুন রবিবার চাতরা মৈত্রী পরিষদের পরিচালনায় প্রয়াত রুমা গুহ ও রথীন পালের স্মৃতির উদ্দেশ্যে শ্রমজীবী হাসপাতাল বেলুড় শ্রীরামপুর এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।
ভ্যাপসা অস্বস্তিকর গরম কে উপেক্ষা করে এলাকার মানুষ রক্তদানের উদ্দেশ্যে এই রক্তদান শিবিরে যোগদান করেন। এদিন মোট ৩৭ জন রক্তদান করেন এর মধ্যে মহিলার সংখ্যা ছিল ৯ জন।
এদিনের রক্তদান শিবির চলাকালীন বিভিন্ন সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহ, বিধায়ক অরিন্দম গুই, শ্রীরামপুর পুলিশ থানার আই সি সুখময় চক্রবর্তী মহাশয়, স্থানীয় কাউন্সিলর সুপ্রীতি মুখার্জি সহ এক নম্বর ও চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলরা।
পৌর প্রধান ও আই সি রক্তদানের গুরুত্ব ও উদ্যোক্তা ক্লাবের সামাজিক দায়বদ্ধতা নিজেদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
সবদিক থেকে এই রক্তদান শিবিরকে সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য উদ্যোক্তাদের তরফ থেকে প্রত্যেক সদস্য, সদস্যা, শুভানুধ্যায়ী এবং স্থানীয় মানুষজনকে জানাই আন্তরিক অভিনন্দন জানানো হয়।