নিউজ ডেস্ক - দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নালন্দা বিশ্ববিদ্যালয়ে এবার নতুন চমক। তৈরি হবে নতুন ক্যাম্পাস। প্রাচীন বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের কাছেই এই নতুন ভবন তৈরি হবে। বুধবারই সেই ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিন বিহারের রাজগীরে একটি চারাগাছ রোপণ করে ভবনের শিলান্যাস করেন তিনি।
পুরনো যে অংশের ধ্বংসাবশেষ রয়েছে, ইতিহাস যেখানে কথা বলে, সে সব এদিন ঘুরে দেখেন মোদী। প্রাচীন ভারত তথা বিশ্বের অন্যতম শিক্ষাকেন্দ্র ছিল এই নালন্দায়। আজও সেখানে গেলে চোখে পড়ে বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া। কোথাও রয়েছে বৌদ্ধ স্তূপ। শিল্পকার্যের নিদর্শন ছড়িয়ে রয়েছে সর্বত্র।
সূত্রের খবর, নতুন ভবনে থাকবে দুটি ব্লক। ১৭৪৯ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে ওই ভবন। থাকবে ৪০টি শ্রেণিকক্ষ। ১৯০০ পড়ুয়া একসঙ্গে বসতে পারবেন, এমন জায়গা তৈরি করা হয়েছে। এছাড়া থাকবে দুটি অডিটোরিয়াম, প্রত্যেকটিতে ৩০০ করে আসন রাখা হচ্ছে। ৫৫০ জন থাকার মতো হস্টেল তৈরি করা হচ্ছে পড়ুয়াদের জন্য। এছাড়া ক্লাব, স্পোর্টস কমপ্লেক্সের জায়গাও থাকছে।
পঞ্চম শতকে তৈরি হয়েছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা যেতেন সেখানে। ২০১৬ সালে এই বিশ্ববিদ্যালয়কে হেরিটেজ বলে ঘোষণা করে রাষ্ট্রসঙ্ঘ।
এইদিন নালন্দায় উপস্থিত হয়ে নরেন্দ্র মোদী জানান, "প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে প্রতিষ্ঠা করা হবে। জ্ঞান বা শিক্ষা কখনও আগুনে পুড়িয়ে দেওয়া যায় না।" নালন্দা বিশ্ববিদ্যালয় গবেষণা মূলক পঠন পাঠন আরও এগিয়ে নিয়ে যাবে বলে উল্লেখ করেছেন মোদী।