আবহাওয়ার মতো জামাইষষ্ঠী দিন বাজারও বিশাল গরম

 


নিউজ ডেস্ক -জামাই আদরের সুযোগ মেলে এই একটা দিনই। তাই আয়োজনে কোনও খামতি রাখতে চান না শ্বশুর-শাশুড়িরা। কিন্তু যত দিন যাচ্ছে, বদলাচ্ছে জামাই ষষ্ঠীর চল। বাড়িতে এলাহি আয়োজনের বদলে অনেকেই রেস্তোরাঁয় নিয়ে গিয়ে জামাইষষ্ঠী থালি দিয়েই আপ্যায়ন করছেন জামাইকে। আর এই আপ্যায়নের কারণ হলো , বাজারে যা দাম, তার তুলনায় রেস্তোরাঁর ১০০০-২০০০ টাকার থালিও সস্তা বলেই মনে হয়।

সবজি থেকে শুরু করে ফল, মাছ-মাংস, যেদিকেই তাকান না কেন, জামাইষষ্ঠীতে গোটা বাজারেই আগুন। তাপপ্রবাহে যেমন গরম বাড়ছে, তাতে যেন আরও কয়েক ডিগ্রি যোগ করে দিচ্ছে তরি-তরকারি, মাছ-মাংসের দাম।

 আজ বাজার  কেমন গরম তা দেখে নেওয়া যাক -

১.সবজির দাম-

পটল– ৬০ টাকা/কেজি

ঢেড়স– ৬০ টাকা/কেজি

ঝিঙে– ৬০ টাকা কেজি।

করলা– ১০০ টাকা/কেজি।

কাঁচা লঙ্কা – ৮০ টাকা/কেজি।

শসা– ৮০ থেকে ১০০ টাকা/কেজি।

টমেটো– ৫০ টাকা/কেজি।

২.ফলের দাম-

লিচু– ১০০ থেকে ২০০ টাকা/কেজি

হিমসাগর আম– ১০০ টাকা/কেজি

ল্যাংড়া আম– ৮০ টাকা থেকে ১০০ টাকা/কেজি

কাঁঠাল– ১০০ টাকা/কেজি

জাম– ২৫০ টাকা/কেজি

৩.মাছ-মাংসের দাম-

মুরগির মাংস– ২২০ টাকা/কেজি

পাঁঠার মাংস– ৮৬০ টাকা/কেজি

চিংড়ি মাছ– ৩৫০ টাকা/কেজি

ইলিশ মাছ -২০০০ টাকা/কেজি

চিতল পেটি– ৮০০ টাকা/কেজি

আড় মাছ (কাটা)– ৬০০ টাকা/কেজি

ভেটকি মাছ -৬০০-৭০০ টাকা/কেজি

বাগদা চিংড়ি– ১৫০০ টাকা/কেজি

খোকা ইলিশ– ১০০০ টাকা/কেজি

কাতলা মাছ -৫০০ টাকা/কেজি

অপরদিকে, জামাইষষ্ঠীতে মিষ্টির পসারও বিশাল। সকাল থেকেই মিষ্টির দোকানগুলিতে লম্বা লাইন। বাটার স্কচ, জলভরা, স্ট্রবেরি সন্দেশ, ডার্ক চকলেট ইত্যাদি নানা রকমের সন্দেশ আনা হয়েছে বিভিন্ন নামকরা মিষ্টির দোকানে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন