নিউজ ডেস্ক -জামাই আদরের সুযোগ মেলে এই একটা দিনই। তাই আয়োজনে কোনও খামতি রাখতে চান না শ্বশুর-শাশুড়িরা। কিন্তু যত দিন যাচ্ছে, বদলাচ্ছে জামাই ষষ্ঠীর চল। বাড়িতে এলাহি আয়োজনের বদলে অনেকেই রেস্তোরাঁয় নিয়ে গিয়ে জামাইষষ্ঠী থালি দিয়েই আপ্যায়ন করছেন জামাইকে। আর এই আপ্যায়নের কারণ হলো , বাজারে যা দাম, তার তুলনায় রেস্তোরাঁর ১০০০-২০০০ টাকার থালিও সস্তা বলেই মনে হয়।
সবজি থেকে শুরু করে ফল, মাছ-মাংস, যেদিকেই তাকান না কেন, জামাইষষ্ঠীতে গোটা বাজারেই আগুন। তাপপ্রবাহে যেমন গরম বাড়ছে, তাতে যেন আরও কয়েক ডিগ্রি যোগ করে দিচ্ছে তরি-তরকারি, মাছ-মাংসের দাম।
আজ বাজার কেমন গরম তা দেখে নেওয়া যাক -
১.সবজির দাম-
পটল– ৬০ টাকা/কেজি
ঢেড়স– ৬০ টাকা/কেজি
ঝিঙে– ৬০ টাকা কেজি।
করলা– ১০০ টাকা/কেজি।
কাঁচা লঙ্কা – ৮০ টাকা/কেজি।
শসা– ৮০ থেকে ১০০ টাকা/কেজি।
টমেটো– ৫০ টাকা/কেজি।
২.ফলের দাম-
লিচু– ১০০ থেকে ২০০ টাকা/কেজি
হিমসাগর আম– ১০০ টাকা/কেজি
ল্যাংড়া আম– ৮০ টাকা থেকে ১০০ টাকা/কেজি
কাঁঠাল– ১০০ টাকা/কেজি
জাম– ২৫০ টাকা/কেজি
৩.মাছ-মাংসের দাম-
মুরগির মাংস– ২২০ টাকা/কেজি
পাঁঠার মাংস– ৮৬০ টাকা/কেজি
চিংড়ি মাছ– ৩৫০ টাকা/কেজি
ইলিশ মাছ -২০০০ টাকা/কেজি
চিতল পেটি– ৮০০ টাকা/কেজি
আড় মাছ (কাটা)– ৬০০ টাকা/কেজি
ভেটকি মাছ -৬০০-৭০০ টাকা/কেজি
বাগদা চিংড়ি– ১৫০০ টাকা/কেজি
খোকা ইলিশ– ১০০০ টাকা/কেজি
কাতলা মাছ -৫০০ টাকা/কেজি
অপরদিকে, জামাইষষ্ঠীতে মিষ্টির পসারও বিশাল। সকাল থেকেই মিষ্টির দোকানগুলিতে লম্বা লাইন। বাটার স্কচ, জলভরা, স্ট্রবেরি সন্দেশ, ডার্ক চকলেট ইত্যাদি নানা রকমের সন্দেশ আনা হয়েছে বিভিন্ন নামকরা মিষ্টির দোকানে।