মঙ্গলবার ভোটগণনা। সব রাজনৈতিক দলগুলির প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে রাত পোহালেই। আর আগামীকাল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরের একেবারে উপরের দিকের পাঁচ জেলায় (আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং) ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদা দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এইদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবার আগামিকাল সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, সারাদিন ঘামে প্যাচপ্যাচে অস্বস্তিকর পরিবেশ থাকবে। পরে বিকেলের দিকে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণের বাকি কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।