তরমুজ তো সকলে খান কিন্তু উপকারিতা কি জানেন ?


প্রিয়াঙ্কা দে :
আষাঢ় মাস চলেও ঋতু এখন গ্রীষ্ম , আর এই সময়ে পাওয়া যায় কত প্রকারের ফল । আম, জাম,লিচুর মতোই শরীর ঠাণ্ডা রাখতে তরমুজও শ্রেয় । 

তরমুজে যা যা থাকে - 

তরমুজে আছে পর্যাপ্ত ভিটামিন এ, সি, পটাশিয়াম ও আঁশ।  তরমুজ হলো ভিটামিন 'বি৬'-এর চমৎকার উৎস, তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি খেলে দেহের অক্সিডেটিভ স্ট্রেসজনিত অসুস্থতা কমে।

শুধু শরীর নয় মুখমণ্ডলেরও যত্ন নেয় ।

মধু ও তরমুজের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রদাহ কমায় এবং দই ত্বক এক্সফলিয়েট করতে সাহায্য করে। তরমুজ ও টমেটো পেস্ট করে মুখে ব্যবহার করলে তৈলাক্ত ত্বক মসৃণ ও কোমল হয়ে ওঠে। তরমুজের ম্যালিক অ্যাসিড এবং টমেটোর লাইকোপিন প্রাকৃতিক এক্সফলিয়েটর হিসেবে কাজ করে এবং ত্বক মসৃণ করে।


তরমুজের উপকারিতা -

তরমুজ সিট্রুলাইন নামক একটি অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ যা আপনার শরীরে রক্ত সরাতে সাহায্য করতে পারে এবং 

উচ্চ রক্তচাপ কমাতে পারে। এ ছাড়াও লাল তরমুজটি এমনকি হৃদরোগকে ও পেশীর ব্যথা কমাতে পারে । মস্তিষ্ক সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন